শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১১:১৭ পূর্বাহ্ন

৯৯৯ এ ফোন পেয়ে ৭ জনকে উদ্ধার করলো পুলিশ

৯৯৯ এ ফোন পেয়ে ৭ জনকে উদ্ধার করলো পুলিশ

হোসেনপুর(কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের হোসেনপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরধরে প্রতিপক্ষের হামলায় নারী-পুরুষসহ সাতজন গুরুতর আহত হয়ে হোসেনপুর হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার সকালে বিরোধপূর্ণ জায়গায় গাছ কেটে সাতজনকে আহত করলে ৯৯৯ এ ফোন করলে পুলিশ গিয়ে আহত অবস্থায় সাতজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। আহতরা হলো- উপজেলার মধ্য গোবিন্দপুর গ্রামের রহিম বকসের ছেলে রুস্তম আলী (৬০), রুস্তম আলীর স্ত্রী করফুলা বেগম (৫৫) ছেলে আকরাম হোসেন (২৫), মেয়ে হারেছা আক্তার(৩৫), রেখা আক্তার(২৩), রাবিয়া আক্তার (১৯) ও তৌফিকুল মিয়া(৩০)।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মধ্য গোবিন্দপুর গ্রামের আব্দুল হেকিমের সাথে ওই গ্রামের রুস্তম আলীর সাথে জমি সংক্রান্ত বিরোধ ছিল। এরই জের ধরে রুস্তম আলীর ভোগ-দখলকৃত জায়গার দেশীয় আম-কাঁঠাল,কলাগাছ কেটে ফেলে হেকিম ও তার লোকজন।এ সময় রুস্তম আলী প্রতিবাদ করায় তাদের উপর হেকিম ও তার লোকজন পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র দ্বারা হামলা করে গুরুতর আহত করে।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানায়, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana