মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৮:৩২ পূর্বাহ্ন

ভৈরবে অনৈতিক কাজে জড়িত সন্দেহে সরকারি ২কর্মচারী জনতার হাতে আটক

ভৈরবে অনৈতিক কাজে জড়িত সন্দেহে সরকারি ২কর্মচারী জনতার হাতে আটক

এম.এ হালিম,বার্তাসম্পাদক :

ভৈরবে  অনৈতিক কাজে জড়িত  থাকার সন্দেহে শিক্ষা অফিসের সরকারি কর্মচারী  মুকসুদ আলী ও একই অফিসের অফিস সহায়ক কে জনতা হাতে-নাতে আটক  করেছে । আজ শনিবার দুপুরে শহরের কমলপুর একটি ভাড়া-বাসা থেকে তাদেরকে একটি কক্ষে আটক করে জনতা । পরে আটককৃতদেরকে উপজেলা শিক্ষা অফিসে নিয়ে যাওয়া হয় ।  আটককৃতরা হলো মাধ্যমিক শিক্ষা অফিসের এম.এল.এস মোকসুদ আলী ( ৫০)) ও একই অফিসের অফিস সহায়ক কল্পনা বেগম (৩৫ ) । পরে মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার বেলা আড়াইটার দিকে শিক্ষা অফিসে এসে মোকসুদ আলীর স্ত্রীকে সব ধরনের আইনগত সহায়তা দেয়া হবে বলে জানান । মোকসুদ আলীর স্ত্রী শামছি  বেগম জানান, তার স্বামী একই অফিসের অফিস সহায়ক শামছি বেগমের সাথে বিগত ৪ বছর যাবৎ পরকীয়ায় লিপ্ত রয়েছে ।বিষয়টি বিগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিতভাবে জানানোর পরও তারা কোন ব্যবস্থা নেয়নি । এছাড়া স্বামীর পরকীয়ায়  প্রতিবাদ করায় তার স্বামী তাদেরকে ভরণ-পোষণ ঠিকমত করছেনা । এছাড়া বিভিন্ন সময়ে নানাভাবে নির্যাতন করে আসছে ।তার ২টি মেয়ে ও একটি পুত্র সন্তান রয়েছে  । তার প্রথম মেয়েকে বিয়ে দেয়ার পর একটি নতনী রয়েছে । এছাড়া ২য় মেয়ে উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করছে এবং সবর ছোট ছেলে সায়মন ৮ম শ্রেণীতে অধ্যায়নরত । কিন্ত কল্পনা বিধবা  কল্পনার ও একটি মেয়ে সন্তান রয়েছে । উপজেলা একাডেমিক সুপারভাইজার খবর পেয়ে ঘঁনাস্থলে পৌছে শামছি বেগমকে তার সিদএন্তর কথা জানাতে বলেন । তার সিদ্ধানুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানান ।

এ বিষয়ে মুকসুদ আলী ও কল্পণা দাবি করেন  তারা বিবাহিত দম্পত্তি । তবে বিয়ের ব্যাপারে তাদের কোন বৈধ কাগজপত্র বা প্রমাণাদি পেশ করতে পারেনি । এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ জানান, বিষয়টি শক্তভাবে দেখা হবে । এজন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে ।

 

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana