মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫:২৫ অপরাহ্ন

কুলিয়ারচরে ৫ হাজার ৮২ জন অসহায় দুঃস্থ পেল ভিজিএফ-এর চাল

কুলিয়ারচরে ৫ হাজার ৮২ জন অসহায় দুঃস্থ পেল ভিজিএফ-এর চাল

মোঃ মাইন উদ্দিন , কুলিয়ারচর প্রতিনিধি:

প্রথমদিন একটি বিশৃঙ্খলা ছাড়া সুষ্ঠ, সুন্দর ও স্বাভাবিক পরিবেশে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ৬নং সালুয়া ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ৫ হাজার ৮২ জন অসহায় দুঃস্থদের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ সম্পন্ন হয়েছে। গত ১৪ এপ্রিল শুক্রবার সকাল ১১ টায় ইউনিয়ন পরিষদ চত্ত্বরে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করে ছিলেন সালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুম। এ সময় অন্যান্যদের মাধে উপস্থিত ছিলেন ট্র্যাগ অফিসারের প্রতিনিধি মোঃ মাসুদ রানা, ইউপি সচিব মানিক মিয়া, স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ, ইউপি সদস্য ও পরিষদের গ্রাম পুলিশগন। ইউপি চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসাবে সালুয়া ইউনিয়নের ৫ হাজার ৮২ জন অসহায় ও দূঃস্থদের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করা হবে। উদ্বোধনের পর ইউপি সচিব মানিক মিয়া ও নিজ নিজ ওয়ার্ডের ইউপি সদস্যগনের উপস্থিতিতে ট্র্যাগ অফিসারের প্রতিনিধি মোঃ মাসুদ রানা ১৪ এপ্রিল শুক্রবার থেকে শুরু করে শনিবার, রোববার, সোমবার ও মঙ্গলবার দুপুর দুই ঘটিকা পর্যন্ত কার্ডধারীদের মাঝে জন প্রতি ১০ কেজি করে চাল বিরতণ করেন।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana