রবিবার, ১২ মে ২০২৪, ১০:৩১ অপরাহ্ন

নৌকা বনাম ঈগলের ভোটযুদ্ধে- সৈয়দ টিটোই মহাকাব্যের নায়ক

নৌকা বনাম ঈগলের ভোটযুদ্ধে- সৈয়দ টিটোই মহাকাব্যের নায়ক

কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে নৌকা বনাম ঈগলের ভোটযুদ্ধে চুলছেরা বিশ্লেষণে দেখা যায়, প্রচার প্রচারণাসহ ভোটারদের মনজয়ে ঈগল এগিয়ে। অবাক ও হতভাগ হওয়ার বিষয়, দীর্ঘদিনের নৌকার ঘাঁটি কিশোরগঞ্জ সদর আসনে নৌকার বিরুদ্ধে ভোট যুদ্ধে স্বতন্ত্র প্রার্থী অনেক এগিয়ে। এর পিছনে প্রধান কারণটি হলো ঈগলের পক্ষে ভোটযুদ্ধটা চালিয়ে যাচ্ছে জেলা আওয়ামীলীগের তরুণ নেতা সৈয়দ আশফাকুল ইসলাম টিটো। এর পিঁছনে বেশ কয়েকটি কারণও পরিলক্ষিত হয়। প্রথমত: কিশোরগঞ্জ সদর আসনের প্রত্যেকটি ইউনিয়ন আওয়ামীলীগের কমিটি তরুণ নেতা সৈয়দ টিটোর হাতে গড়া। তাই ইউনিয়ন কমিটির দু’একটি বাদে- সর্বত্রই ঈগলের প্রচার-প্রচারণা দেখা যায়। এভাবে ঈগল পৌঁছে গেছে গণমানুষের কাছে। দ্বিতীয়ত: প্রচার-প্রচারণার ক্ষেত্রে অর্থ ব্যায়ের সিদ্ধান্তটা একদম রাজনৈতিক বিবেচনায় করা হচ্ছে। এটাও টিটো সাহেবের সিদ্ধান্তে হচ্ছে। তৃতীয়ত: জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উদীয়মান নেতা সৈয়দ টিটো সাহেব ছাত্রলীগ যুবলীগের একাংশকে নিয়ন্ত্রণ করেন। আর উনার সমর্থনকারী এই অংশটিও ঈগলের পক্ষে নির্বাচনী প্রচারণায় স্বতস্ফুর্তভাবে অংশ নিয়েছে। চতুর্থত: জেলা আওয়ামীলীগেরও একটি অংশ (যারা টিটোর সমর্থনকারী) তারাও স্বতন্ত্রপ্রার্থীর নির্বাচন করছে।
অন্যদিকে নৌকার প্রার্থী কোনভাবেই নির্বাচনী প্রচার ও প্রচারণায় সঠিক রাজনৈতিক সিদ্ধান্তের অভাবে- মাঠে সারা ফেলতে পারছে না। বিশেষভাবে বলা যায়- জেলা যুবলীগ ও জেলা ছাত্রলীগের মূল অংশ নীতিগতভাবে তার সাথে কিন্তু রাজনৈতিক বিচক্ষণতার অভাবে কাজে লাগাতে পারছে না। এমনকি জেলা আওয়ামীলীগের দীর্ঘদিনের অভিভাবক সাবেক মহামান্য রাষ্ট্রপতি এ্যাডভোকেট আব্দুল হামিদ দলীয় স্বার্থে নৌকার প্রার্থীকে সমর্থন করার পরও কেন জানি নৌকার পালে হাওয়া লাগছে না। তদোপরি আমার ক্ষুদ্র অবস্থান থেকে আমি বলতে বাধ্য হচ্ছি নির্বাচন যদি কাব্য হয়- তবে এ কাব্যের মহানায়ক সৈয়দ আশফাকুল ইসলাম টিটো।

 

 

 

শাফায়েত জামিল রাজীব
-সম্পাদক
একুশে টাইমস্ নিউজ মিডিয়া
এন্ড ইউটিউব চ্যানেল।

 

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana