শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১০:৪০ পূর্বাহ্ন

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাসচিবের নতুন নাম ‘তুলসিভাই’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাসচিবের নতুন নাম ‘তুলসিভাই’

একুশে ডেস্ক:

আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেড্রোস গেব্রেইসাসের নতুন নাম আজ থেকে ‘তুলসিভাই’।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘ডব্লিউএইচও মহাপরিচালক টেড্রোস আমার খুব ভালো বন্ধু। আজ তিনি (টেড্রোস) আমাকে বলেন, আমি এখন পাক্কা গুজরাটি হয়ে গেছি। আমার জন্য কি কোনো নতুন নাম ঠিক করেছ? তাই একজন গুজরাটি হিসাবে আমি তাকে তুলসিভাই বলেই ডাকব।’

গুজরাটে চলছে মহাত্মা মন্দিরে তিন দিনব্যাপী গ্লোবাল আয়ুষ বিনিয়োগ ও উদ্ভাবন সম্মেলন। বিশ্ব কেন্দ্রটির উদ্বোধন হচ্ছে আজ (বৃহস্পতিবার)। তার সূত্র ধরে এদিন ‘বিশ্ব আয়ুষ বিনিয়োগ সম্মেলনে’ বক্তব্য দেন গেব্রেইসাস। শুরু করেন গুজরাটি ভাষায় ‘কেম ছো’ (কেমন আছ) বলে। এ বছরের ২৫ মে মার্চ ভারত সরকার আর হুয়ের মাঝে চুক্তি হয় আয়ুবের্দিক বিনিয়োগ ও উদ্ভাবন নিয়ে। গুজরাটের জামনগরে বানানো হচ্ছে এই কেন্দ্র। প্রকল্পটির জন্য ২ কোটি ৫০ লাখ ডলার অনুদান দিয়েছে ভারত সরকার।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana