মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ১১:৩৭ অপরাহ্ন

সেই কালজয়ী, একুশে গান

সেই কালজয়ী, একুশে গান

বায়ান্ন’র সেই অগ্নিঝরা ২১ শে ফেব্রুয়ারিতে ঢাকা বিশ^বিদ্যালয়ের ছাত্র ও ‘সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ নেতা আ: গাফফার চৌধুরী সহযোদ্ধাদের সাথে ১৪৪ ধারা ভঙ্গ করে “রাষ্ট্রভাষা বাঙলা চাই” শ্লোগানে মুখরিত করে তুলল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। অত:পর পুলিশের লাঠি আর টিয়ারসেলে আহত অবস্থায় গ্রেফতার হলেন। বন্দী অবস্থায় জেল হাসপাতালের বেডে শুয়ে- হাতকড়া হাতে, শিঁকল পায়ে তার প্রতিবাদী চেতনা বিপ্লব করে বসল। ক্ষোভে-দু:খে তার হৃদয় থেকে বেরিয়ে আসল কয়েকটি গানের ছত্র- ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…আমি কি ভুলিতে পারি….।’ কিন্তু পরবর্তীকালে শহীদ মুক্তিযোদ্ধা সুরকার আলতাফ মাহমুদের কণ্ঠে গাওয়া এই বন্ধনা সংগীতটি আমাদের মুক্তির সংগ্রামের দিশারী হয়ে- মুক্তির বার্তা বয়ে এনেছিল।
ফাল্গুনের সেই রৌদ্র ঝলসিত দিনে মায়ের ভাষা বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদায় স্থান দিতে রাজ পথে নেমে এসেছিল- আ: মতিন, গাজীউল হক, অলি আহাদ, তাজউদ্দিন আহমেদ, হাসান হাফিজুর রহমান, আখতারুজ্জামান ইলিয়াস ও শহীদুল্লাহ কায়সারের মতো বীর ভাষা সৈনিক। তাই তারা আজো আমাদের কাছে স্বারণীয় হয়ে রয়েছে।

 

শাফায়েত জামিল রাজীব,

সম্পাদক-

একুশে টাইম্স নিউজ মিডিয়া এন্ড

ইউটিউব চ্যানেল

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana