শুক্রবার, ০৯ মে ২০২৫, ০১:০৮ অপরাহ্ন

কেন ঝলসে যাচ্ছে লিচুর চামড়া, জানাল কৃষি বিভাগ

কেন ঝলসে যাচ্ছে লিচুর চামড়া, জানাল কৃষি বিভাগ

লিচুখ্যাত দিনাজপুর জেলায় বিরূপ আবহাওয়ায় গাছেই নষ্ট হয়ে যাচ্ছে সুস্বাদু মিষ্টি রসালো ফল লিচু। অতিরিক্ত গরম ও হঠাৎ পশ্চিমা উষ্ণ বাতাসের কারণে ঝলসে যাচ্ছে গাছের পাকা লিচু। এ কথা জানিয়েছেন কৃষি বিভাগের কর্মকর্তারা। এ অবস্থায় রাতে গাছে পানি প্রয়োগের পরামর্শ দিচ্ছেন তারা।

দিনাজপুরসহ এ অঞ্চলে গত কয়েক দিন ধরে অস্বাভাবিক হারে বাড়তে শুরু করেছে তাপমাত্রা। গত দুদিন ধরে ৪১ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। এর ওপর গত বৃহস্পতিবার প্রবাহিত হয় পশ্চিমা উষ্ণ বায়ু। প্রখর রোদ, প্রচণ্ড গরম আর পশ্চিমা উষ্ণ বাতাসে ঝলসে যেতে শুরু করেছে গাছে থাকা পাকা লিচু। গাছের টসটসে লাল লিচু হঠাৎ কালো দাগে আচ্ছাদিত হয়ে পচা রঙ ধারণ করছে। প্রকৃতির এ বিরূপ আচরণে চরম উদ্বিগ্ন লিচুচাষি ও আগাম বাগান কেনা লিচু ব্যবসায়ীরা। তারা জানান, বাজারে দাম ভালো থাকার পরও লাভ তো দূরের কথা এখন আসলও উঠবে না। এ অবস্থায় চরম লোকসান গুনতে হবে তাদের।

সদর উপজেলার উলিপুর গ্রামের লিচুচাষি আহমাদুল আলম জানান, তার বাগানে মাদ্রাজি জাতের মোট ৩০টি গাছ রয়েছে। বুধবার পর্যন্ত তার বাগানের লিচুর রং ছিল লাল টসটসে। কিন্তু বৃহস্পতিবার দুপুর থেকেই হঠাৎ পশ্চিমা উষ্ণ বাতাস আর তীব্র গরমে তার গাছের লিচু ঝলসে যেতে শুরু করেছে। এ অবস্থায় তড়িঘড়ি করে গাছের লিচু বাজারে এনে বিক্রি করছেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana