বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৭:৩৫ পূর্বাহ্ন

শহরে দরিদ্রের ৫১ ভাগই নতুন

শহরে দরিদ্রের ৫১ ভাগই নতুন

একুশে ডেস্ক:

করোনার সময় সাধারণ ধারণার চেয়ে ঢাকাসহ অন্যান্য শহরে দরিদ্র কম ছিল। শুধুমাত্র ঢাকা শহরে ২০১৯ সালের তুলনায় ২০২২ সালে দরিদ্র কমেছে ৪ দশমিক ৩ শতাংশ। একই সময়ে অতি দরিদ্রতা কমেছে ৩ দশমিক ২ শতাংশ।

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) দুই দিনব্যাপী বার্ষিক গবেষণা সম্মেলনের (বিআইডিএস রিসার্স অ্যালামনাক-২০২৩) প্রথম দিন এসব বিষয় তুলে ধরা হয়েছে। বুধবার রাজধানীর লেকশোর হোটেলে এ সম্মেলনের আয়োজন করেছে বিআইডিএস।

সংস্থাটির মহাপচিালক ড. বিনায়ক সেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। অতিথি ছিলেন পরিকল্পনা সচিব সত্যজিত কর্মকার। প্রথম দিনে প্রায় ১০ টি গবেষণাপত্র উপস্থাপন করা হয়।

ড. বিনায়ক সেন বলেন, করোনার সময়ে দ্ররিদ্রতা বাড়লেও সেটা ছিল সাময়িক। পরবর্তীতে এটা কমতে শুরু করে। ২০২০ সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত দরিদ্র বেড়েছিল। জুনের পর সেটি কমতে শুরু করে পরবর্তীতে স্বাভাবিকের জায়গায় চলে যায়। এ দরিদ্রতা কমার ক্ষেত্রে গুরুপূর্ণ ভুমিকা পালন করেছে। তবে গ্রাম ও শহরের মধ্যে বৈষম্য এখনো আছে। এটা কমাতে হলে বিকেন্দ্রীকরণের বিকল্প নেই।

‘আরবান প্রভার্টি ডায়নামিস ডিউরিং কোভিড-১৯: অ্যানাটমিক অব রেজিলিয়েন্স’ শীর্ষক প্রতিবেদনটি উপস্থাপন করেন ড. বিনায়ক সেন।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana