শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৮:৪০ অপরাহ্ন

কটিয়াদীতে স্বাস্থ্য কর্মকর্তার উপর হামলা, প্রাণনাশের হুমকির অভিযোগ

কটিয়াদীতে স্বাস্থ্য কর্মকর্তার উপর হামলা, প্রাণনাশের হুমকির অভিযোগ

কিশোরগঞ্জ প্রতিনিধি:
কটিয়াদী উপজেলার পাঁচগাতিয়া গ্রামের অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক আলহাজ্ব মতিউর রহমানের (৭০) উপর প্রতিবেশী এম.এ মান্নানের (৬০) নির্দেশে স্থানীয় কতিপয় ব্যক্তিদের দিয়ে হামলা এবং অত্যাচার উৎপীড়ন ও প্রাণে মেরে ফেলার অব্যাহত হুমকির অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ভুক্তভোগী মতিউর রহমান বাদী হয়ে কিশোরগঞ্জের কটিয়াদী সহকারী জজ আদালতে মামলা (নং-৯৩/২২) এবং তৎপরবর্তী দ্রুত বিচার আইনে মামলা (নং-৭/২২) দায়ের করে সুবিচারের আশায় প্রহর গুণছেন। এ পরিস্থিতিতে গত ২০ ডিসেম্বর বিকেলে পূর্ব শত্রুতার জেরে আবারো মতিউর রহমানের উপর প্রতিপক্ষ স্থানীয় ফজলুর রহমান, আঃ সামাদ মাসুম, খোকন গংরা হামলা চালিয়েছে। পরে ভুক্তভোগী মতিউর রহমান বাদী হয়ে উপরোক্ত ব্যক্তিগণসহ আরো কতক বিবাদীদের নামাল্লেখ করে গত ২৭ ডিসেম্বর কিশোরগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত নং-২ এ একটি মামলা (নং-৯৯২/২২) করেন। আদালতের বিচারক বিষয়টি আমলে নিয়ে বিবাদীদের আগামী ২০২৩ সালের ২৩ জানুয়ারি আদালতে হাজির হতে সমন জারির আদেশ দিয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, কটিয়াদী উপজেলার পাঁচগাতিয়া গ্রামের মৃত আঃ রাশিদের ছেলে অবসরপ্রাপ্ত বিআরটিএ ইঞ্জিনিয়ার এম.এ মান্নান ও গংরা দীর্ঘদিন ধরে প্রতিবেশী মৃত আঃ রাজ্জাক আকন্দ এর ছেলে অবসরপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা মোঃ মতিউর রহমান আকন্দকে তার স্বত্ব দখলীয় জায়গা জবর দখলের অব্যাহত হুমকি দিয়ে আসছে। ভুক্তভোগী মতিউর রহমানের অভিযোগ, অর্থের বিনিময়ে এলাকার উঠতি বয়সের একটি সন্ত্রাসী চক্রকে দিয়ে প্রতিবেশী এম.এ মান্নান তাকে অন্যায়ভাবে অত্যাচার উৎপীড়ন, গালিগালাজ ও খুন জখমের হুমকি দিচ্ছেন। তাদের হুমকি-ধামকিতে বর্তমানে এলাকায় নিরীহ আমিসহ পরিবারের লোকজন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ব্যাপারে আদালতে মামলা দায়ের করাসহ গত ২৬ ডিসেম্বর স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, থানার ওসিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করে সুবিচার চেয়েছেন অবসরপ্রাপ্ত ওই স্বাস্থ্য কর্মকর্তা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana