মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৯:৫০ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে জাতীয় সমাজ কল্যাণ পরিষদের ২২ লাখ টাকার চেক বিতরণ

কিশোরগঞ্জে জাতীয় সমাজ কল্যাণ পরিষদের ২২ লাখ টাকার চেক বিতরণ

আমিনুল হক সাদী,কিশোরগঞ্জ:

২০২১-২০২ অর্থ বছরে বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ থেকে প্রাপ্ত নিবন্ধিত সাধারণ স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা সমূহের অনুকূলে ২২ লাখ ২২ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে এসব চেক বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ কামরুজ্জামান খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা খানম, বিআরডিবির উপপরিচালক মোহাম্মদ জহিরুল হক মৃধা।
এসময় জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শহীদুল্লাহ, শাহানাজ পারভীন, মোঃ সিদ্দিকুর রহমান, সদর উপজেলার সমাজসেবা অফিসার মোঃ হুমায়ুন আহমেদ কবীর ভূঞাসহ জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তাবৃন্দসহ স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ ২০২১-২০২২ অর্থ বছরের স্বেচ্ছাসেবী সংস্থা/সংগঠনের অনুকুলে জাতীয় সমাজ কল্যাণ পরিষদের প্রাপ্ত জেলার ৯৫টি সংগঠনের মধ্যে ২২ লাখ ২২ হাজার টাকার চেক বিতরণ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana