রবিবার, ১১ মে ২০২৫, ০৯:২৩ অপরাহ্ন

ফ্রান্সে গ্যাসের সরবরাহ আরও কমিয়ে দিল রাশিয়া

ফ্রান্সে গ্যাসের সরবরাহ আরও কমিয়ে দিল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়ার গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান গ্যাজপ্রম মঙ্গলবার ফ্রান্সে গ্যাসের সরবরাহ আরও কমিয়ে দিয়েছে।

বিবৃতিতে ইঞ্জি বলেছে, চুক্তি বাস্তবায়ন নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধের কারণে গ্যাসের সরবরাহ আরও কমে গেছে।

তাছাড়া ফ্রান্সের সর্ববৃহৎ জ্বালানি সরবরাহ প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, গ্যাসপ্রম গত কয়েক মাস ধরে অব্যাহতভাবে সরবরাহের পরিমাণ কমিয়ে দিয়েছে। গ্যাসপ্রম চুক্তির শর্তকে সম্মান করে না বলেও অভিযোগ করেছে তারা।

গণমাধ্যম সিএনএনকে ফ্রান্সের জ্বালানি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, গ্যাজপ্রম গ্যাসের সরবরাহ কমিয়ে দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে এটি ফ্রান্সে তেমন প্রভাব পরবে না।

তাছাড়া ইঞ্জিও জানিয়েছে, ফ্রান্সে এর প্রভাব পরবে না। কারণ বিষয়টি মাথায় রেখে আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছে তারা। এ কারণে যে পরিমাণ চাহিদা আছে সেটি পূরণ করা সম্ভব।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana