মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৪:৪০ অপরাহ্ন
এম.হালিম,বার্তাসম্পাদক:
কিশোরগঞ্জের ভৈরবে ১টি কয়েল কারখানার ডায়ার বিস্ফোরনে আগুনে দগ্ধ হয়ে কারখানার ৪ শ্রমিক আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ৩ জনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। আগুন নিভাতে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্তণে আনে। স্থানীয়রা ও ফায়ার সার্ভিস অফিস সূত্রে জানাযায়, শুক্রবার বিকালে শহরের পঞ্চবটি এলাকায় অবস্থিত ১টি কয়েল কারখানার কয়েল শোকানোর ডায়ার অতিরিক্ত গরমে বিস্ফোরনে কারখানার ৪ শ্রমিক আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় দ্বীন ইসলামকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা সার্জারী ও বার্ণ ইউনিটে পাঠানো হয়। এছাড়া সাকিব মিয়া, মাসুম মিয়া ও শাহিন মিয়াকে স্থানীয় আল-শেফা প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে এদের মধ্যে মাসুম ও শাহিনকে শেখ হাসিনা সার্জারী ও বার্ণ ইউনিটে পাঠানো হয়।
এ বিষয়ে আহত কারখানার শ্রমিক সাকিব এবং অন্য শ্রমিক শরীফ জানান তারা কারখানার ভিতর কাজ করছিলেন হঠাৎ করে বিকাল সাড়ে ৫ টার দিকে ঢায়ার বিস্ফোরনে কারখানার ৪ শ্রমিক আহত হয়। এ সময় মূহুর্তের মধ্যে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নেভাতে কাজ করছে ।
এ বিষয়ে আল-শেফা প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনষ্টিকের ব্যবস্থাপক ডাঃ এবি সিদ্দিক জানান, অগ্নিদগ্ধে ৩ জনকে এখানে আনা হয়েছে। এদের মধ্যে মাসুম ও শাহিন মিয়াকে শেখ হাসিনা সার্জারী ও বার্ণ ইউনিটে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ভৈরব নদী ফায়ার ষ্টেশন অফিসার মকবুল হোসেন জানান, আগুন লাগার খবর পেয়ে প্রথমে ভৈরববাজার ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে নদী ফায়ার ইউনিট যোগ দিয়ে ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনি । এখন ডাম্পিংয়ের কাজ করছি। তবে ক্ষয়ক্ষতির পরিমান এখনো নিরুপন করা হয়নি।