মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৯:২২ পূর্বাহ্ন

কুসিক নির্বাচন: ভোটের এক মাস আগেই মাঠে বিজিবি

কুসিক নির্বাচন: ভোটের এক মাস আগেই মাঠে বিজিবি

একুশে ডেস্ক:

আগামী ১৫ জুন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ। অতিরিক্ত নিরাপত্তা জোরদার করতে নির্বাচনের এক মাস আগেই রোববার দুপুর থেকে নগরীতে বিজিবি মোতায়েন করা হয়েছে।

একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজিবি প্লাটুনের দায়িত্বে থাকবেন। যেকোনো অপ্রীতিকর ঘটনা ঠেকাতে তারা মাঠে কাজ করবেন বলে জানা গেছে।

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ১০৫টি ভোটকেন্দ্র স্থাপন করা হবে, যার মধ্যে ৬৪০টি ভোটকক্ষ থাকবে। সর্বশেষ পাওয়া তথ্য অনুসারে, নির্বাচনে ১৮৯ জন প্রার্থী তাদের নির্বাচনী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে পাঁচজন মেয়র পদপ্রার্থী, ১৪৭ জন কাউন্সিলর পদপ্রার্থী এবং ৩৭ জন সাধারণ কাউন্সিলর। এর মধ্যে ১২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তার মধ্যে একজন সম্ভাব্য মেয়র প্রার্থী, আটজন সাধারণ সাধারণ কাউন্সিলর পদপ্রার্থী এবং তিনজন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana