শুক্রবার, ০৯ মে ২০২৫, ১২:৫০ অপরাহ্ন

কটিয়াদীতে কৃষকের স্বপ্নের ধান বৃষ্টির পানির নিচে

কটিয়াদীতে কৃষকের স্বপ্নের ধান বৃষ্টির পানির নিচে

দর্পণ ঘোষ কটিয়াদী ( কিশোরগঞ্জ) প্রতিনিধি :

কিশোরগঞ্জের কটিয়াদীতে পাকা আমন ধান কাটার ধুম ছিল কৃষকদের মাঝে। এরইমধ্যে দেখা দিয়েছে ঘূর্নিঝড় জাওয়াদের প্রভাব। আমন ধান ঘরে তোলার মুখে বৃষ্টি, টানা বৃষ্টিতে কেটে রাখা জমিতে শুকনো ধান ভিজে গেছে অনেক চাষীর। অনেকের ধান পানিতে ভাসছে। শেষ সময়ে কষ্টের ফলানো ধান ঘরে না তুলতে পারার দুশ্চিন্তায় কৃষকদের চোখে জল নেমে এসেছে।

কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলা ১২ হাজার ৮ শত ৫০ হেক্টর জমিতে আমন ধান রোপন করা হয়েছে। ৬ হাজার ৪ শত ৩০ হেক্টর জমির ধান কাটা হয়েছে। এর মাঝে ৩ হাজার ২ শত ২০ হেক্টর জমির ধান কৃষকরা ঘরে তুলতে পেরেছে। উপজেলা মসুয়া ইউনিয়নের মুমুরদিয়া গ্রামের কৃষক জহির মিয়া ও বাক্কার মিয়া জানান, আমাদের কৃষি ধানের উপর নির্ভর করে সংসার চলে।

দুইদিন ধরে বৃষ্টি থাকার কারণে একটি ধানও ঘরে তুলতে পারিনি। জমিতে পালা দিয়ে ধান কেটে রেখেছি। কেটে রাখা জমির ধান পানির নিচে পড়ে যাচ্ছে। ধান ও খের উভয়টা নষ্ট হয়ে যাচ্ছে। আমরা এখন সংসার নিয়ে দূশ্চচিন্তায় ভুগছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana