মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০২:৫১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জ জেলা সদরের জেল খানা মোড় এলাকা থেকে মেহেদী হাসান শান্ত (২৬) কে ১৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা।
বৃহস্পতিবার (৩ফেব্রুয়ারি) সন্ধা সাড়ে ৬টার দিকে তাকে আটক করে। মেহেদী হাসান শান্ত ব্রাহ্মণবাড়ীয়া জেলা সদরের পাইকপাড়া গ্রামের মো: মোস্তফার ছেলে।
জানাযায়, মেহেদী হাসান কিশোরগঞ্জসহ আশেপাশের জেলাগুলোতে ইয়াবা পাইকারি ও খুচরা বিক্রয় করে আসছিল। উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য তার উপর র্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সন্ধা সাড়ে ৬টার দিকে কিশোরগঞ্জ জেলা সদরের জেলখানা মোড় এলাকা থেকে তাকে আটক করে।
কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে: কমান্ডার এম শোভন খান (বি.এন) জানান, তিনি দীর্ঘদিন মাদক ব্যবসা করে আসছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। র্যাব আরো জানায় মাদকের মতো সামাজিক ব্যধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
উক্ত আসামীর বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা করে কিশোরগঞ্জ কোর্টে প্রেরণ করেছে।