মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৬:৫৮ অপরাহ্ন

পূর্ব বাংলা সর্বহারা পার্টি-পর্ব: ৩

পূর্ব বাংলা সর্বহারা পার্টি-পর্ব: ৩

কার্তুজের গুলি খরচ করেই শোষণ বন্ধ করা সম্ভব- চে

বিশ্ব কমিউনিষ্ট আন্দোলনের নেতা কমরেড চে গুয়েভারা কিউবা বিপ্লবের পর; উল্লাসিত কন্ঠে বলেছিলেন- কার্তুজের গুলি খরচ করেই শোষন বন্ধ করা সম্ভব।’ চে’ গুয়েভারার আদর্শিক শিষ্য কমরেড সিরাজ শিকদার পার্টি ক্যাডারদের হাতে অস্ত্র তুলে দিয়ে বলতেন-‘ শ্রেণি-শত্রু খতমের জন্য অবশ্যই কার্তুজের গুলি খরচ করবে। সর্বহারা পার্টির চেয়ারম্যান প্রয়াত সিরাজ শিকদার শ্রেণিহীন সমাজ ব্যবস্থা কায়েমের স্বার্থে, রক্ত ঝরানোর সিদ্বান্ত নিতে দ্বিধা করতেন না। আর এই ভুলের জন্য এই মহান দেশপ্রেমিক নেতাকে নিজের জীবন দিয় প্রায়শ্চিত করতে হয়েছে।

 

শাফায়েত জামিল রাজিব

সম্পাদক

দৈনিক একুশে টাইমস নিউজ মিডিয়া ও ইউটিউব চ্যানেল

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana