শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৮:৪৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টর : কিশোরগঞ্জ- ২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসন থেকে গণতন্ত্রী পার্টির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন কিশোরগঞ্জ পৌর গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ও দৈনিক যায়যায় দিনের জেলা প্রতিনিধি সাংবাদিক আশরাফ আলী।
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর দুপুর ২টায় তিনি রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদের হাতে তার কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন।
এ বিষয়ে জানতে চাইলে সাংবাদিক আশরাফ আলী বিডিচ্যানেল ফোরকে বলেন, জয় পরাজয় বড় কথা নয়। গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে আমি নির্বাচনে অংশ নিয়েছি।