শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৮:৪৬ অপরাহ্ন

‘হায়রে জ্বালা, অন্তরে জ্বালা’

‘হায়রে জ্বালা, অন্তরে জ্বালা’

একুশে ডেস্ক:

পদ্মা সেতুর পর এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন হওয়ায় বিএনপি নেতাদের মনে জ্বালা ধরেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি নেতাদের জ্বালা, অন্তরে জ্বালা।

বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, তোমরা কী দিয়েছ? ঘোড়ার ডিম। বাংলাদেশের মানুষ বিএনপির কাছে কী পেল, অশ্বডিম্ব। আর কিছু দেয়নি।

তিনি বলেন, শেখ হাসিনা দিয়েছেন পদ্মা সেতু, এক্সপ্রেসওয়ে। আরও দেড়শ’ সেতু একদিনে উদ্বোধন হবে। অপেক্ষা করুন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা কোথায় আছ? ঘরে বসে হিন্দি সিরিয়াল দেখ। এ হচ্ছে কাপুরুষ নেতা। এক কাপুরুষ দেশ থেকে পালিয়ে গেছে। পালিয়ে যায় নাই? তারেক রহমান মুচলেকা দিয়ে পালিয়ে গেছে। লন্ডনে বাস করে। সে নাকি বাংলাদেশের বীর!আন্দোলনের নেতা। এই লুটপাটকারীকে বাংলাদেশের মানুষ কেন নেতা মানবে?

তিনি বিএনপির উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, আগামী নির্বাচনে তোমাদের প্রাইম মিনিস্টার কে? হু ইজ ইউর লিডার। হু ইজ ইউর প্রাইম মিনিস্টার ক্যান্ডিডেট? আমাদের তো শেখ হাসিনা। চোরা তারেক..ষড়যন্ত্রকারী…গ্রেনেড হামলাকারী তোমাদের নেতা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana