শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৮:৪৮ অপরাহ্ন

‘বিশ্বনেতাদের বিবৃতির খরচ ২ মিলিয়ন ডলার, এত টাকা কোথায় পেয়েছেন ইউনূস?’

‘বিশ্বনেতাদের বিবৃতির খরচ ২ মিলিয়ন ডলার, এত টাকা কোথায় পেয়েছেন ইউনূস?’

একুশে ডেস্ক:

ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে যে ১৬০ বিশ্বনেতা পত্রিকায় বিবৃতি দিয়েছেন, সেজন্য দুই মিলিয়ন ডলার খরচ করা হয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি প্রশ্নও তুলেছেন, এত টাকা ড. ইউনূস কোথায় পেয়েছেন?

সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কড়া সমালোচনা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, তিনি (ফখরুল) সিঙ্গাপুর গেছেন চিকিৎসা করতে। সেখানে বসে তিনি ড. ইউনূসকে জাতির শ্রেষ্ঠ সন্তান বলে আখ্যা দিয়েছেন। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার পর ইউনূস কোনো শোক প্রকাশ করেননি। জাতীয় চার নেতাকে হত্যার পর একটা কথাও বলেননি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর যে মানুষটি একটি শোকও প্রকাশ করেননি; ৪ জাতীয় নেতাকে জেলের মধ্যে মারল, একটা কথাও তিনি বলেননি তার পক্ষে আপনার বিবৃতি দেন। সচিবালয়ে যারা আছেন, আমি বলব বিবেককে করুন— এই ড. ইউনূস আমাদের শহীদ মিনারে যান? কোনো দিন গেছেন? এই ড. ইউনূস আমাদের জাতীয় স্মৃতিসৌধে যান? কোনো দিন গেছেন? বলুন।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana