শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৮:৪৮ অপরাহ্ন

২ হাজার টাকা কর দিতে সমস্যা কোথায়, প্রশ্ন এফবিসিসিআই’র

২ হাজার টাকা কর দিতে সমস্যা কোথায়, প্রশ্ন এফবিসিসিআই’র

একুশে ডেস্ক:

প্রস্তাবিত বাজেটকে ‘উন্নয়ন ও জনকল্যাণমুখী’ আখ্যা দিয়ে শিল্পের গুরুত্ব বিবেচনায় জ্বালানি খাতে বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। একই সঙ্গে বাজেটে ২ হাজার টাকা করারোপ প্রস্তাবে সমর্থন জানিয়েছে তারা।

রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই ভবনে শনিবার প্রস্তাবিত ২০২৩-২৪ অর্থবছরের বাজেটের ওপর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে সংগঠনটি। এতে বক্তব্য রাখেন এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন।

অবশ্য লোডশেডিংয়ের কারণে সংবাদ সম্মেলন পন্ড হয়ে যায়। ২০ মিনিট বিদ্যুৎ ছাড়াই সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন জসিম উদ্দিন।

জসিম উদ্দিন বলেন, বর্তমান বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতিতে বিভিন্ন সংকটের মধ্যে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে সৃষ্ট বিরূপ পরিস্থিতিতে বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা ও নানা প্রতিকূলতা সত্বেও জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন ও জনকল্যাণমুখী বাজেট দেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই।

দেশের জনগণের চাহিদা ও আকাঙ্ক্ষা পূরণে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য বাজেটের আকার অবাস্তব নয়। অর্থনীতির পরিকাঠামো বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাজেটের আকারও প্রতি বছর বাড়ছে।

তিনি আরও বলেন, বাজেট বাস্তবায়নের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য দরকার সুশাসন, যথাযথ মনিটরিং, বিনিয়োগ ও উৎপাদন আরও বৃদ্ধির মাধ্যমে ব্যবসা-বাণিজ্যবান্ধব রাজস্ব ব্যবস্থাপনা কার্যকরের মাধ্যমে কাঙ্ক্ষিত রাজস্ব আদায় করা জরুরি।

এ উদ্দেশ্যে বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে দক্ষতা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং তদারকির মান ক্রমাগতভাবে উন্নয়নের জন্য সুস্পষ্ট দিক-নির্দেশনা ও পরিকল্পনা নিশ্চিত করা জরুরি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana