শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৮:৪৬ অপরাহ্ন
একুশে ডেস্ক :
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ইমরান খানের সঙ্গে মার্কিন আইনপ্রণেতার এক অডিও ক্লিপ ফাঁস হয়েছে। খবর জিও নিউজের।
ওই অডিও ক্লিপে শোনা যায়, মার্কিন আইনপ্রণেতাকে ইমরান খান বলছেন, বর্তমানে ইতিহাসের সবচেয়ে সংকটাপন্ন অবস্থায় রয়েছে গোটা পাকিস্তান। দেশজুড়ে সরকারি নির্যাতন ও দমন-পীড়নে অতিষ্ট জনগণ।
ইমরান খান বলেন, গুপ্তহত্যার শিকার হয়েছি আমি। আমার ওপর তিনটি বুলেট ছোঁড়া হয়েছে। সাবেক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া আমাদের সরকারকে হটিয়ে দিয়েছে। কারণ এ দেশে সেনাবাহিনী অনেক শক্তিশালী।