শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৮:৪০ অপরাহ্ন

করিমগঞ্জে ইউপি চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত

করিমগঞ্জে ইউপি চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউপি চেয়ারম্যান আবু সাদাত মো: সায়েমের উদ্যোগে সর্বস্তরের জনগণের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে জাফরাবাদ ইউনিয়ন পরিষদ মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন বীরমুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাফরাবাদ ইউপি চেয়ারম্যান আবু সাদাত মো:সায়েম। এ সময় বক্তব্য রাখেন শাহানুল ইসলাম শানাল, জাহাঙ্গীর আলম,তানভীর আহমেদ,সাহাব উদ্দিন মাস্টার প্রমুখ। এ সময় ইউনিয়নের বিভিন্ন স্তরের জনগণ মতবিনিময় সভায় অংশ নেন। মতবিনিময় সভায় জাফরাবাদ ইউপি চেয়ারম্যান আবু সাদাত মো:সায়েম বলেন, আমার দাদা ছিলেন এ ইউনিয়নের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট, আমার বাবা মরহুম সোনা মিয়া ছিলেন এই ইউনিয়নের ৪ বারের চেয়ারম্যান। আমি ছোট মানুষ।আমার ভূল ত্রুটি থাকতে পারে।আপনার তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।প্রতি ৩ মাস পর পর ইউনিয়ন পরিষদে মতবিনিময় সভায় ইউনিয়নের সকল কার্যক্রম উপস্থাপন করা হবে বলেও জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana