মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ১১:৩৯ অপরাহ্ন
সদ্যস্বাধীন বাংলাদেশে আওয়ামীলীগের একাংশ গঠন করল জাসদ। অতি আওয়ামীলীগার রা ওদের এই পদক্ষেপ মেনে নিতে পারল না। ৯নং সেক্টর কমান্ডার মেজর জলিল হলেন- জাসদের সভাপতি। জাসদের মিডিয়া মুখপাত্র হিসাবে গনকন্ঠ পত্রিকা আত্মপ্রকাশ করল। সর্বজনা শ্রদ্ধেয় ডঃ আনিসুজ্জামান হলেন এই পত্রিকার সম্পাদক আর বিশিষ্ট বুদ্ধিজীবী ও কথা- সাহিত্যিক আহমদ ছয়া হলেন নির্বাহী সম্পাদক। সরকারী দলের অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরার কারণে পত্রিকাটি বিশেষ জনপ্রিয়তা পেল। তখন অতি আওয়ামীলীগার রা তেলে-বেগুনে জ্বলে উঠলেন। ওদের ইশারায় রক্ষীবাহিনী জাসদের নেতা কর্মীদের উপর এক অমানুষিক অত্যাচার শুরু করলেন। রক্ষীবাহিনীর অমানুষিক অত্যাচারে অতিষ্ঠ হয়ে ‘বৈজ্ঞানিক সমাজতন্ত্রের’ মতাদর্শে বিশ্বাসী জাসদের নেতা কর্মীরা পাল্টা সন্ত্রাস শুরু করল। যেমন- কুষ্টিয়ার জনৈক সরকার দলীয় সাংসদকে ঈদের জামাতের সময় জাসদের নেতা কর্মীরা গুলি করে হত্যা করে।
(চলবে…)
শাফায়েত জামিল রাজীব।
সম্পাদক, একুশে টাইমস্।