মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০৪:১৫ অপরাহ্ন
বিজ্ঞ পাঠকদের মনে করিয়ে দিচ্ছি- বোম্বে শহরের ডন ও মাফিয়া দাউদ ইব্রাহিমের বোন হাসিনা পার্কারের কথা। যিনি অপরাধ জগতের আপা নামে পরিচিত ছিল। কিন্তু উনার একমাত্র ছেলে সড়ক দুর্ঘটনা মারা গেলে; আপা অপরাধ জগত থেকে বিদায় নেয়। পরবর্তী জীবনে হাসিনা পার্কার ভূমি দখল,চাঁদাবাজি সহ সকল অপরাধ থেকে নিজেকে গুটিয়ে নেয়। এবার, আমি কিশোরগঞ্জ শহরের সচেতন ও ধর্ম প্রাণ মুসলমানদের নিকট-জনাবা রেজিয়া খাতুন ফোরকান নামের এক ধনী মহোদয়া কে পরিচয় করিয়ে দিচ্ছি। যিনি কিশোরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মৃত : কাঞ্চন ভুঁইয়ার বোন। মহোদয়ারও একমাত্র সন্তান রাজিব অল্প বয়সেই সড়ক দুর্ঘটনায় মারা যায়। তবুও তিনি বিত্ত-বৈভবের আশায় মসজিদে দানকৃত ভূমির বৃহদাংশ অত্যন্ত সুকৌশলে দখল করে- বঙ্গবাজার নামে মার্কেট গড়ে তুলেছেন। এছাড়াও জমিটি নিয়েও আরেকপক্ষের সাথে বিবাদ রয়েছে। এ ব্যাপারে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হস্তক্ষেপ কামনা করছি। (চলবে)
নিজস্ব প্রতিবেদক, একুশে ডেস্ক।