বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ০৩:৫৬ পূর্বাহ্ন

ভাসিদের উত্থান পতন: অস্থির সময়ের রাজনীতি

ভাসিদের উত্থান পতন: অস্থির সময়ের রাজনীতি

image1.jpegimage0.jpeg 

  • যারা জীবনের সর্বোচ্চ প্রতিষ্ঠা ত্যাগ করেছিল । যারা আঙ্গুল কেটে প্রতিগ্যা করেছিল স্বাধীনতা অর্জনের জন্য। যারা গঠন করেছিল বাংলাদেশ লিবারেশন ফোর্স (বিএল এফ) গঠন করেছিল । যারা মুজিব বাহিনী নেতৃত্ব দিয়েছিল তারা বাহাত্তোর শনে ছাত্রলীগের কেন্দ্রিয় কাউন্সিলে দিধাভুক্ত হয় ।তারা দুটি দলে বিভক্ত হয় শেখ মনির সিরাজুল ইসলাম খান এত পর রাজনিতীর রহস্য ময় পুরুষ সিরাজুল ইসলাম খান তার অনুগত ডাক্সোর ভিপি আ. স. ম আব্দুর রব , ছাত্রলীগের কেন্দ্রিয় সাধারন সম্পাদক সাজাহান সিরাজ , কাজি আরেফ আহামেদ ,  হাসানুল হক ইনু ওমুক রাজনীতি বিদের নিয়ে একটি নতুন দল গঠন করলো।ওনাদের সঙ্গে যুগ দিলেন দুইজন সেক্টর কমান্ডার একজন হলেন কর্নেল তাহের আর একজন মেজর জলিল ।এরা সবাই মিলে জাসদ নামে একটি রাজনৈতিক দল গঠন করে ।যার মূল মন্ত্র ছিল বৈজ্ঞানিক সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা ।মহিউদ্দিন আহমদ জাসদের মুখপাত্র দৈনক গন কন্ঠ পত্রিকার সংবাদিক হিসাবে কর্মরত ছিলেন ।তাই কিছু কথা কিছু স্মৃতি তুলে ধরলাম……….

 

সম্পাদনায়:

শাফায়েত জামিল রাজীব

     সম্পাদক, একুশে টাইমস্

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana