বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ০৩:৫৬ পূর্বাহ্ন

জামিন পেলেন আলতাফ হোসেন চৌধুরী

জামিন পেলেন আলতাফ হোসেন চৌধুরী

নাশকতার মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৮ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিন শুনানি শেষে জামিনের এ আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে কয়েকটি মামলায় জামিন পান আলতাফ হোসেন চৌধুরী। তবে প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় জামিন না পাওয়ায় এবং আরেক মামলায় দণ্ডপ্রাপ্ত হওয়ায় কারাগারে আছেন তিনি।

এজন্য তার কারামুক্তি মিলছে না। জানা যায়, গত বছরের ৪ নভেম্বর ভোরে রাজধানীর উত্তরা থেকে আলতাফ হোসেন চৌধুরীকে আটক করে র‌্যাব। পরে র‍্যাবের সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখা থেকে জানানো হয়, প্রধান বিচারপতির বাসভবনে হামলা, নাশকতা ও সহিংসতা মামলার আসামি হিসেবে টঙ্গী এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে আটক করা হয়।

এরপর ৫ নভেম্বর আলতাফ হোসেন চৌধুরীর জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার সিএমএম আদালত। এর পর থেকেই তিনি কারাগারে আছেন।
Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana