বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ০৩:৫৬ পূর্বাহ্ন

কাঠ বিড়ালীদের ত্রিভুজ প্রেম ও বিরহ

কাঠ বিড়ালীদের ত্রিভুজ প্রেম ও বিরহ

শেষ পর্ব:
নারী মানেই পুরুষের কাছে ভালবাসা, নারী মানেই সঙ্গ, নারী মানেই আবেগ তাড়িত কথাবার্তা ও রাগ-ভালবাসা। আর পৃথিবীর সকল প্রেমিকা পুরুষের কাছে সঙ্গচায়, ভালোবাসা চায়। আবার কখনও ঝগড়া করে| আবার কখনও আহলাদে ও ভালবাসায় আকুল হয়ে যায়। কিন্তু বহেমিয়ান ও উশৃঙ্খল জীবনযাপনকারী বংশীবাদক এবার এক অবাধ প্রেমের টানে আদা-জল খেতে শুরু করল। প্রেমিকা অফ্রোদিতি তাকে নিয়ে পশালীতে ফুচকা খেতে যায়, টি.এস.সি তে গান শুনতে যায়। নিজের জীবনের নি:সঙ্গতা এভাবে সময় কাটাতে লাগল। আর বংশীবাদকের অবুঝমন তাকে হৃদয়ে স্থান দিল। নিজের জীবনের চেয়েও বেশি ভালবাসতে শুরু করল প্রেমিকা অফ্রোদিতিকে। কিন্তু ঘটনা মোড় নিল অন্য দিকে; এবার বিষয়বস্তু এক নতুন বাঁকে প্রবাহিত হলো। যখন পূর্বের প্রেমিক জিউস দ্রুত পি.এইচ.ডি থিসিস শেষ করে দেশে ফিরে এল। বিশ্ববিদ্যালয়ের নিজ বিভাগে লেকচারার পদে চাকুরী নিল। তখন বিশ্ব বেঈমান অফ্রোদিতি মধ্যবর্তী প্রেমিক বংশীবাদককে ভুলে গেল। বিয়ের সাজে জুই, গোলাপে শোভিত হয়ে প্রতিষ্ঠিত জিউসকে বিয়ে করল। কিন্তু ঐ রাতে বিয়ের দাওয়াত পেলনা আবেগীয় বোকা প্রেমিক বংশীবাদক। নিজ আবাসে বসে, দেখল বিয়ে বাড়ির ঝাড়বাতি, গানবাজনা আমন্ত্রিত অতিথিদের আপ্যায়ন প্রভৃতি। তখন প্রতিবাদীমনের অধিকারী, এক হৃদয়বান প্রেমিকা প্রেমিক পুরুষ প্রচন্ড পদ্যপান করতে করতে মারা গেল। কিন্তু ভালবাসার টানে অফ্রোদিতিকে অভিশপ্ত করতে পারল না। কিন্তু মহান সৃষ্টিকর্তার ইশারায় বংশীবাদকের মনে কষ্ট দেওয়ার জন্য- আজীবন এই দম্পত্তি সন্তানহারা হয়ে রইল। এটাই ছিল সৃষ্টিকর্তা-কর্তৃক এক ছলনার শাস্তি।

শাফায়েত জামিল রাজীব

সম্পাদক,

একুশে টাইমস্ এন্ড ইউনিউব চ্যানেল

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana