শনিবার, ২৪ মে ২০২৫, ০২:১৭ অপরাহ্ন
মো. রবিন, স্টাফ রিপোর্টার :
কিশোরগঞ্জের চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের আয়োজনে বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে। একমাস ব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা । কিশোরগঞ্জ জেলা সদরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে মাস ব্যাপী এ বাণিজ্য মেলার আয়োজন করা হয় ।
২০ জানুয়ারি (শনিবার ) রাত সাড়ে ৮টায় পিতা কাটার মধ্য দিয়ে মেলা উদ্বোধন করেন কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি। পরে তিনি বিভিন্ন স্টল পরিদর্শন করেন । এ আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আবুল কালাম আজাদ ,পুলিশ সুপার রাসেল শেখ ও কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি এ কে এম মুজিবুর রহমান ।
কিশোরগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি জানান এবার নিয়ে পঞ্চম বারের মতো মেলার আয়োজন করা হয়েছে , মেলাতে একশত পাঁচটি স্টল রয়েছে । তিনি আরো জানান কিশোরগঞ্জ জেলা ছাড়াও কিশোরগঞ্জ জেলার বাহির থেকেও ব্যবসায়ীরা এই মেলায় স্টল নিয়েছেন।
মেলার কাজ সম্পূর্ণভাবে শেষ না হওয়ায় মেলা জমতে আরও দুই-তিন দিন সময় লাগতে পারে। তবে মেলা চলবে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত।