মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ১১:৫৩ অপরাহ্ন

কিয়েভে রাতভর রুশ হামলা, ২৪ ড্রোন ভূপাতিত করেছে ইউক্রেন

কিয়েভে রাতভর রুশ হামলা, ২৪ ড্রোন ভূপাতিত করেছে ইউক্রেন

একুশে ডেস্ক :

রাশিয়া নিয়মিতই ইউক্রেনের রাজধানী কিয়েভে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। এক্ষেত্রে প্রায়ই ইরানে নির্মিত স্বল্প খরচের ‘শাহেদ’ ড্রোন ব্যবহার হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলো কিয়েভের আকাশ প্রতিরক্ষাবাহিনী প্রতিহত করতে সক্ষম হয়েছে।

আজ শুক্রবার বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার গভীর রাতে কিয়েভে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন শোনা যায়। বাসিন্দারা জোরালো বিস্ফোরণের শব্দ শুনতে পান। সিটি হলের পক্ষ থেকে প্রাথমিকভাবে জানানো হয়, আকাশ প্রতিরক্ষা বাহিনী কাজ করছে। তারা মানুষকে নিরাপদ জায়গায় অবস্থান করার আহ্বান জানায়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অব স্টাফ আন্দ্রেই ইয়েরমাক টেলিগ্রামে বলেন, কিয়েভের একটি আবাসিক ভবনে শাহেদ ড্রোন হামলা চালিয়েছে।

মেয়র ভিতালি ক্লিতশকো নিশ্চিত করেন, নগরের সলোমিয়ানস্কি মহল্লায় (ডিসট্রিক্ট) হামলা হয়েছে। তিনি জানান, (এক ভবনের) ওপরের তলাগুলোতে আগুনের শিখা জ্বলে ওঠে।

তিনি জানান, আহত এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর একজনকে ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana