শুক্রবার, ০৯ মে ২০২৫, ১০:৩৭ পূর্বাহ্ন

লজ্জার নজির গড়ল ওয়াসিম আকরামের দিল্লি

লজ্জার নজির গড়ল ওয়াসিম আকরামের দিল্লি

আবুধাবির টি-টেন লিগে লজ্জার নজির গড়ল ওয়াসিম আকরামদের দিল্লি বুলস। সোমবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার কায়রন পোলার্ডের নেতৃত্বাধীন নিউ ইয়র্ক স্টাইকার্স টস হেরে প্রথমে ব্যাট করে ১০ ওভারে ৪ উইকেটে ৯৮ রান করে।

৬০ বলে ৯৯ রানের টার্গেট তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের তারকা স্পিনার আকিল হোসেন এবং শ্রীলংকার তারকা পেসার চামিকা করুনারত্নের গতির মুখে পড়ে সময়ের ব্যবধানে উইকেট হারিয়ে ৯.৩ ওভারে মাত্র ৩১ রানেই অলআউট হয় দিল্লি বুলস।

আবুধাবির টি-১০ লিগের ইতিহাসে এটাই দলীয় সর্বনিম্ন স্কোর। এর আগে ২০১৯ সালে মাত্র ৪৬ রানে অলআউট হয় নর্দান ওয়ারিয়র্স।

সোমবার দিল্লি বুলসের হয়ে সর্বোচ্চ ১৬ রান করে ইংলিশ তারকা অলরাউন্ডার রবি বোপারা। ৮ বলে মাত্র ২ রান করেন অধিনায়ক রোভম্যান পাওয়েল। ৩ বল খেলে কোনো রান করতে পারেননি আরব আমিরাতের বাঁহাতি মিডিয়াম পেসার ওয়াসিম আকরাম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana