কয়েক দিন আগে আমার স্বামী মারা গেছেন। আমি জানি যে, স্বামীর মৃত্যুর কারণে আমাকে চার মাস দশ দিন ইদ্দত পালন করতে হবে। এখন আমার জানার বিষয় হলো, এই চার মাস দশ দিন কি আমি প্রতি মাস ৩০ দিন হিসাব করে পালন করব; নাকি স্বাভাবিকভাবে মাস হিসাবে পালন করব? যদি মাস হিসাবে হয় তা হলে কি চান্দ্রমাস হিসাবে পালন করব, নাকি ইংরেজি বা বাংলা মাস হিসাবে?
সুফিয়া আক্তার ময়মনসিংহ
উত্তর : স্বামীর মৃত্যুর ক্ষেত্রে যে চার মাস দশ দিন ইদ্দতের কথা বলা হয়েছে তা চান্দ্রমাস হিসাবেই ধর্তব্য। ইংরেজি বা বাংলা মাস হিসাবে নয়। তবে লক্ষণীয় হলো, মাসের হিসাবে ইদ্দত গণনা তখন করবে যখন চান্দ্রমাসের প্রথম তারিখ থেকে ইদ্দত শুরু হবে। তখন সে পরপর চার মাস এবং এরপর দশ দিন ইদ্দত পালন করবে। এ ক্ষেত্রে প্রত্যেক মাস চাঁদ অনুযায়ী ২৯ দিনের হোক বা ৩০ দিনের সেটি দেখার বিষয় নয়। কিন্তু কারও স্বামী যদি আরবি মাসের প্রথম তারিখের পরে মারা যায় তা হলে সে মোট ১৩০ দিন ইদ্দত পালন করবে। সুতরাং আপনাকে ১৩০ দিন হিসাবে ইদ্দত পালন করতে হবে। (মাবসুত সারাখসী : ৬/১২; আলমুহিতুল বুরহানী : ৫/২২৭; আলবাহরুর রায়েক : ৪/১৩২)