শুক্রবার, ০৯ মে ২০২৫, ১০:৩৪ পূর্বাহ্ন
একুশে ডেস্ক :
মাগুরা-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর নিজ এলাকায় নিজের ভোটার স্থানান্তরের আবেদন করেছেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান।
জানা গেছে, সাকিব আল হাসান ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার। এখন তিনি স্থায়ী ঠিকানা মাগুরায় ভোটার হতে চান। তিনি ভোটার এলাকা বনানী থেকে পরিবর্তন করে মাগুরা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে স্থানান্তরের আবেদন করেছেন।
নির্বাচনের তফশিল ঘোষণা দেওয়ার পর তার ভোটার এলাকায় স্থানান্তর করার অনুমোদন দেওয়ার এখতিয়ার নির্বাচন কমিশনের। ওই হিসাবে তিনি ইসিতে আবেদন করেন।