রবিবার, ১১ মে ২০২৫, ০১:০০ অপরাহ্ন
একুশে ডেস্ক :
বোলিংয়ে সময় নষ্ট করা আটকাতে ক্রিকেটে ‘স্টপ ক্লক’ চালু করতে যাচ্ছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
আইসিসির নতুন নিয়ম অনুযায়ী, ওভারের সময় নিয়ন্ত্রন করতে এই ঘড়িটি ব্যবহার করা হবে। যদি বোলিং দল আগের ওভার শেষ হবার ৬০ সেকেন্ডের মধ্যে পরবর্তী ওভার করতে প্রস্তুত না হয় এবং একই ঘটনা ইনিংসে তৃতীয়বার ঘটে থাকে, তাহলে পাঁচ রান জরিমানা করা হবে বোলিং দলকে।
অনেক সময়,ব্যাটিং দল ভালো খেলতে থাকলে প্রতিপক্ষের ব্যাটারদের মনোসংযোগে বিঘ্ন ঘটাতে বিভিন্ন ইস্যুতে খেলার গতি মন্থর করার চেষ্টা করে বোলিং দল। এমন পরিকল্পনা অনেক দলই করে থাকে। এসব আটকাতেই ‘স্টপ-ক্লক’ নিয়ম করার সিদ্বান্ত নিয়েছে আইসিসি।