রবিবার, ১১ মে ২০২৫, ১০:৪৮ অপরাহ্ন

পশ্চিম তীরে থামছেই না ইসরাইলি আগ্রাসন

পশ্চিম তীরে থামছেই না ইসরাইলি আগ্রাসন

একুশে ডেস্ক :

পশ্চিম তীরে থামছেই না ইসরাইলি আগ্রাসন। রোববার শরণার্থী শিবিরগুলোয় ব্যপক অভিযান চালায় আইডিএফ। এ হামলায় মৃত্যু হয় ২ ফিলিস্তিনির।

গত ৭ অক্টোবরে তেল আবিবে হামাসের নজিরবিহীন অভিযানের পর গাজায় তাণ্ডবের পাশাপাশি পশ্চিম তীরেও বেড়ে চলেছে নৃশংসতা। টার্গেট করা হচ্ছে একের পর এক শরণার্থী শিবির।

বাড়ি থেকে উৎখাত করা হচ্ছে স্থানীয়দের। সাড়াশি অভিযানের নামে চলছে ব্যাপক ধরপাকড়। লড়াই শুরুর পর থেকে এপর্যন্ত পশ্চিম তীরে প্রাণ গেছে দুই শতাধিক ফিলিস্তিনির।

উল্লেখ্য, গাজায় ইসরাইলের চলমান আগ্রাসনে প্রাণহানি ছাড়িয়েছে ১২ হাজার ৩শ’। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে ২ হাজারের বেশি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana