শনিবার, ১০ মে ২০২৫, ০৪:৫১ পূর্বাহ্ন
ঢালিউডের একসময়ের জনপ্রিয় অভিনেতা শাকিল খান। চিত্রনায়িকা শাবনূর ও পপির সঙ্গে জুটি হয়ে একাধিক হিট ছবি উপহার দিয়েছেন। এরপর হুট করে সিনেমা থেকে বিদায় নেন তিনি।
শাকিল খান বলেন, অশ্লীলতা প্রবেশ করায় চলচ্চিত্র ছেড়েছি।
ফলে নতুন করে সিনেমা জগতে ফেরার আর সম্ভাবনা নেই এই চিত্রনায়কের। তবে সম্প্রতি রাজনীতির মাঠে সক্রিয় হয়েছেন তিনি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাসী ও শাকিল খান।
সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে শুক্রবার দিনব্যাপী মোংলা পৌর শহরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি। এ সময় পথে পথে তার ভক্তদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে সকাল সাড়ে ৯টায় শহরের মামার ঘাট থেকে গণসংযোগ শুরু করেন শাকিল খান। এরপর মোংলার দিগরাজ, মোংলা বাজার, মিঠাখালীসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন এবং হাটবাজারের সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। এ সময় কয়েকটি পথসভায়ও বক্তৃতা করেন তিনি।