শুক্রবার, ০৯ মে ২০২৫, ০১:১৬ অপরাহ্ন

প্রেম গুঞ্জনের মধ্যেই বিয়ে নিয়ে যা বললেন সারা

প্রেম গুঞ্জনের মধ্যেই বিয়ে নিয়ে যা বললেন সারা

ফুরফুরে মেজাজে দিন কাটছে বলিউড অভিনেত্রী সারা আলি খানের। কারণ তার নতুন ছবি ‘যারা হাটকে যারা বাঁচকে’ দারুণ ব্যবসা করছে। গত ২ জুন শুক্রবার মুক্তির পর পাঁচ দিনে ছবিটি ৩০ কোটি ৬০ লাখ রুপি আয় করেছে। লক্ষ্মণ উটেকর নির্মিত এ সিনেমায় সারার নায়ক ভিকি কৌশল।

এক সাক্ষাৎকারে তার কাছে জানতে চাওয়া হয়, কোনো ক্রিকেটারকে বিয়ে করবেন কিনা। জবাবে সারা বলেন, আমি যে ধরনের মানুষ, তাতে আমার মনে হয় জীবনসঙ্গীর পেশায় কিছু যায়-আসে না। সে অভিনেতা, ক্রিকেটার, ব্যবসায়ী, নাকি চিকিৎসক; হয়তো চিকিৎসক না, তারা পালিয়ে যায়! মজা করছিলাম!

সারা বলেন, সত্যি বলতে- মানসিক এবং ভাবনার মিল থাকতে হবে। আপনি যদি সেটা মেলাতে পারেন, তাহলে এটা দারুণ ব্যাপার। পেশার চেয়ে আমার কাছে এটাই বেশি গুরুত্বপূর্ণ।

পরের প্রশ্ন, বর্তমান ভারতীয় ক্রিকেট দলের কারও সঙ্গে তিনি ডেটিং করছেন কিনা। সারার উত্তর, আমি সততার সঙ্গে, নিশ্চয়তা দিয়ে এটা বলতে পারি যে যাকে আমি আমার জীবনসঙ্গী বানাব, তার সঙ্গে আমার এখনো সাক্ষাৎ হয়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana