শাহ্ সারোয়ার জাহান:
কিশোরগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে ৭ জুন ( বুধবার) বিকাল সাড়ে তিনটায় অপরাধী সংশোধন ও পূনর্বাসন সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি ও জেলা প্রশাসক কিশোরগঞ্জ মোহাম্মদ আবুল কালাম আজাদ এতে সভাপতিত্ব করেন।
সমিতির সহ সভাপতি ও উপপরিচালক সমাজসেবা অধিদপ্তর কামরুজ্জামান খান এর সঞ্চালনায় সমিতির পূর্ববর্তী সাধারণ সভার কার্যবিবরণী, কার্যক্রম প্রতিবেদন ও আয় ব্যায় হিসাব বিবরণী উপস্থাপন করেন সমিতির সম্পাদক ও প্রবেশন অফিসার মোঃ মোহসীন।
সভায় বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী এড. মায়া ভৌমিক, এড. এবিএম লুৎফর রাশিদ রানা, কোহিনূর আফজল, সাংবাদিক সারওয়ার জাহান।
সর্বসম্মতিক্রমে ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ গঠন করা হয়। এতে উপস্হিত সদস্যগণের প্রস্তাব ও সমর্থনে বিগত কমিটির পদাধিকার বলে ৫ পাঁচ জন ও বিগত কমিটির ৭ সাত জন কে অপরিবর্তিত রেখে তিনজন নতুন সদস্যকে অন্তর্ভুক্ত করে ১৫ পনের সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। নব গঠিত কমিটির নতুন সদস্যরা হলেন
মিজানুর রহমান টিটু কোষাধ্যক্ষ পদে, শাহ মোঃ সারওয়ার জাহান ও মাহবুবুল হক আরজু কে কার্য নির্বাহী সদস্য পদে অন্তর্ভুক্ত করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।