শুক্রবার, ০৯ মে ২০২৫, ০১:২৭ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক:
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে ভূমিধসে ১৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় আরও পাঁচজন নিখোঁজ হন। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি এ তথ্য দিয়েছে।
সিসিটিভি জানিয়েছে, ১৮০ জনের বেশি উদ্ধারকর্মীকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এখনও অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। চীনের আবহাওয়া সংক্রান্ত তথ্য থেকে জানা গেছে, ভূমিধসের আগে গত দুদিন ধরে লেশান শহরে ভারি বৃষ্টি হয়েছিল।
দক্ষিণ-পশ্চিম চীনে ভারি বৃষ্টিপাতের ঘটনায় সেখানকার শত শত বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন। কারণ, এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ১৩শটিরও বেশি দুর্যোগ সতর্কতার বার্তা জারি করেছে।