শুক্রবার, ০৯ মে ২০২৫, ১০:৪৩ পূর্বাহ্ন

কটিয়াদী এসআর অফিস দলিল লেখক সমিতি পরিচালনা কমিটি গঠন

কটিয়াদী এসআর অফিস দলিল লেখক সমিতি পরিচালনা কমিটি গঠন

দর্পন ঘোষ ( স্টাফ রিপোর্টার): কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস দলিল লেখক সমিতি পরিচালনা কমিটি গঠন। শনিবার কটিয়াদী উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস চত্বরে অনুষ্ঠিত ত্রিবার্ষিক কাউন্সিলে সভাপতি পদে নুরুল ইসলাম ও সাধারন সম্পাদক পদে মাইনুল হক মেনু নির্বাচিত হয়েছেন। অনুষ্ঠিত কাউন্সিলে সভাপতি পদে একাধিক প্রার্থী থাকায় দুপুর ২টা ৩০মিনিট থেকে বিকাল ৫ টা ৩০৷ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে দলিল লেখক সদস্যগণ সরাসরি ভোট প্রদান করেন । সদস্যগনের সরাসরি ভোটে নুরুল ইসলাম সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারন সম্পাদক পদসহ বাকী ১২টি পদে কোন প্রতিদ্বন্ধি প্রার্থী না থাকায় বিনাপ্রতিদ্বন্ধি নির্বাচিত হন। বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি মো: নুরুল ইসলাম, মোঃ সাদেকুর রহমান, সাধারণ সম্পাদক মাইনুল হক মেনু, সহ-সাধারন সম্পাদক এস.এম নজরুল ইসলাম, আব্দুল ওহাব, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, অর্থ সম্পাদক মোঃ আলামিন, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম সামসুল, প্রচার সম্পাদক সৈয়দ হাকিকুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মোস্তফা কামাল, ক্রীড়া ও সাংস্কৃতি সম্পাদক মো:’ মহিউদ্দিন খান ও নির্বাহী সদস্য পদে আশরাফুল আলম রতন বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়। উল্লখ্য কটিয়াদী এসআর অফিস দলিল লিখক সমিতির কার্যকরি কমিটি গঠনের লক্ষে গত ১২ মার্চ-২০২৩ ইং তারিখে মস্তোফা কামাল কাজী মোঃ নান্দু মিয়াকে আহবায়ক ও গোলাম ফারুক চাষীকে সদস্য সচিব এবং মো. আব্দুল মান্নানকে সদস্য মনোনিত করে তিন সদস্য বিশিষ্ট্য একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। পরে আহবায় কমিটি মোহাম্মদ নুরুল হক ও স্বপন কুমার দেবনাথ অতিরিক্ত সদস্য সংযুক্ত করেন। পাঁচ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি নতুন করে ভোটার তালিকা করে শনিবার বিকেলে উক্ত আহবায়ক কমিটির সাধারণ সভা পরবর্তী কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটির গঠনের কার্যক্রম শেষ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana