শুক্রবার, ০৯ মে ২০২৫, ১২:৫৬ অপরাহ্ন
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারকে উদ্দেশ করে বলেছেন, অন্যদিকে দৌড়ে কোনো লাভ নেই। সময় শেষ, বিদায় ঘণ্টা বেজে গেছে। এখনো সময় আছে শুভবুদ্ধির উদয় হোক। এখনো জনগণের দাবি মেনে নিন, পদত্যাগ করুন। সংসদ বিলুপ্ত করুন, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। নতুন করে নির্বাচন কমিশন গঠন করে নতুন নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার নির্বাচিত করুন। এটাই এখন সংকট সমাধানের একমাত্র পথ। এছাড়া অন্য কোনো পথ নেই।
বিএনপি নেতাদের সাজা দিয়ে জনগণের আন্দোলন দমানো যাবে না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, মিথ্যা মামলায় সাজা দিয়ে বিরোধীদলীয় নেতাদের রাজনীতি থেকে সরিয়ে দিতে চায়। এভাবেই নেতাদের কারাগারে রেখে নির্বাচনে ফাঁকা মাঠে গোল দিতে চায় আওয়ামী লীগ। কিন্তু তাদের সেই আশায় গুড়ে বালি। কারণ মানুষ জেগে উঠেছে।
প্রস্তাবিত বাজেটের কঠোর সমালোচনা করে তিনি বলেন, সরকার বাজেটের নামে দেশের জনগণের সঙ্গে মশকরা করেছে। এটা গরিব মারার বাজেট। বাজেটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ মানুষ, গরিব মানুষ, শ্রমজীবী মানুষ, রিকশা শ্রমিক। এমনকি যে ভিক্ষা করছে তাকে পর্যন্ত বাদ দেওয়া হয়নি। অর্থাৎ যাদের কর মওকুফের কথা বলা হয়েছে তাদেরও কর দিতে হবে। তাদেরও টিন নম্বর থাকতে হবে। এ হচ্ছে এই সরকারের অবস্থা।
তিনি বলেন, এ সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। বড় অর্থনীতিবিদরা সবাই বলছেন, এ বাজেট অর্থনৈতিক সংকটকে চিহ্নিত করতে পারেনি। সমাধানের কোনো পথ দেখাতে পারেনি। উপরন্তু সংকটকে আরও বাড়িয়ে তুলেছে।