শুক্রবার, ০৯ মে ২০২৫, ০১:৩১ অপরাহ্ন

ভৈরবে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে আহত ৮ ॥ বাড়ি-ঘর ভাংচুর

ভৈরবে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে আহত ৮ ॥ বাড়ি-ঘর ভাংচুর

এম.এ হালিম, বার্তাসম্পাদক: কিশোরগঞ্জের  ভৈরবে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের ৮ জন আহত ও বাড়ি-ঘর ভাংচুর লোট-পাটের অভিযোগ পাওয়া গেছে । আহতরা হলো আজিজ মিযা (৪২) তার ভাই হেলিম মিয়া,বোন হনুফা বেগম ও স্ত্রীসুলতানা বেগম । প্রতিপক্ষের আহতরা হলো আওয়াল মিয়া ,পুত্র নাদিম মিয়া,আরজিনা বেগম ও পারভিন বেগম । আহতদেরকে উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে । স্থানীয়রা জানায়,মিমুলকান্দি ইউনিয়নের মধ্যেরচর গ্রামের আজিজ মিয়ার সাথে দীর্ঘদিন ধরে তার সৎ ভাই জামাল ও কামাল মিয়ার জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে । বৃহস্পতিবার আজিজ মিয়া একটি টিনসেড ঘর নির্মাণ করতে গেলে তার সৎ ভাইয়েরা বাধা দেয় । এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয় । এ সময় বাড়ি-ঘর ভাংচুর ও লোট-পাটের ঘটনা ঘটে ।
এ বিষয়ে আজিজ মিয়া জানান, দীর্ঘদিন ধরে তার সৎ ভাইয়েরা তার বসত বাড়ি দখল করে রেখেছে । কোথাও কোন সুবিচার পাননি । বৃহস্পতিবার তার জায়গায় সে টিনসেড একটি ঘর নির্মাণ করতে গেলে তার সৎ ভাই জামাল ও কামাল মিয়া দলবল নিয়ে হামলা চালিয়ে তাকেসহ তার ভাই,বোন ও স্ত্রীকে মাথা ফাটিয়ে ও পা কেটে রক্তাক্ত জখম করে । এ সময় তার বসত ঘর ,আসবাবপত্র ও ফ্রিজ ভাংচুর করে টাকা-পয়সা লোটপাট করে নিয়ে যায় ।
এ বিষয়ে অভিযোগ অস্বীকার করে জামাল ও কামাল মিয়া জানান, ঘর তুলতে বাধাঁ দেয়ায় পাল্টা আমাদের উপর হামলা চালায় তারা ।
এ বিষয়ে ভৈরব থানার উপ-পরিদর্শক মেহেদী হাসান বাপ্পী জানান, এ ঘটনায় ২ পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana