শুক্রবার, ০৯ মে ২০২৫, ০১:০১ অপরাহ্ন

জামায়াতের কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত হয়নি, বিষয়টি দেখছি: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াতের কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত হয়নি, বিষয়টি দেখছি: স্বরাষ্ট্রমন্ত্রী

একুশে ডেস্ক :

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জামায়াতে ইসলামীর ৫ জুনের বিক্ষোভ কর্মসূচির বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে বিষয়টি দেখছি।

এর আগে ৫ জুন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর ফটক থেকে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দেয় জামায়াতে ইসলামী। বিক্ষোভ কর্মসূচি পালনে সহযোগিতা চাইতে গত সোমবার ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের একটি প্রতিনিধি দল ডিএমপি কার্যালয়ে গেলে তাদের আটক করা হয়। পরে আবার ছেড়ে দেওয়া হয়।

এদিকে সাংবাদিকদের আরও বিভিন্ন প্রশ্নের জবাব দেন মন্ত্রী। বিএনপির আন্দোলন বন্ধে সারা দেশে নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে বলে দলটির পক্ষ থেকে সম্প্রতি অভিযোগ করা হচ্ছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকার যেকোনো অবস্থায় আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। যারা অন্যায়কারী, যারা গাড়ি ভাঙচুর করে, তাদের বিরুদ্ধে মামলা হয়। তারাই গ্রেফতার হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana