শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৭:২২ অপরাহ্ন
একুশে ডেস্ক:
৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল আগামী সপ্তাহের শুরুতে হতে পারে। এ জন্য শুক্র ও শনিবার ছুটির দিনেও কাজ করবে পিএসসি। সবচেয়ে কম সময়ের মধ্যে এই বিসিএসের ফল প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্মকমিশন। পিএসসির একটি সূত্র এ তথ্য জানিয়েছে।
পিএসসির সূত্র বৃহস্পতিবার জানায়, আশা করি, পরীক্ষার্থীরা আগামী সপ্তাহের শুরুতে ফল প্রকাশের সুখবরটি পাবেন।
গত ১৯ মে শুক্রবার অনুষ্ঠিত ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় ৭৭ শতাংশ পরীক্ষার্থী অংশ নিয়েছেন। ৩ লাখ ৪৬ হাজার পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছেন ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন। পরীক্ষা দেননি ৭৮ হাজার ৮০৩ জন।
পিএসসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে একযোগে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২০০ নম্বরের এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।