এম.এ হালিম, ভৈরব:
জাতির জনক বঙ্গ- বন্ধু শেখ মুজিবুর রহমান জুলিও কুরি শান্তি পদক পাওয়ায় ভৈরবে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, আলোচনাসভা, মসজিদ, মন্দিরে প্রার্থনা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা আয়োজনে পালিত হয়েছে । দিবসটি উপলক্ষে সকালে উপজেলা প্রশাসনের আয়োজন েউপজেলা প্রশাসনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ। এছাড়াও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ,উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্প স্তবক অর্পণ করা হয় । পরে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভৈরব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাকছুদুল আলম,মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার ফরহাদ আহমেদ,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত প্রমূখ। পরে চিত্রাংকন প্রতিযাগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।