শুক্রবার, ০৯ মে ২০২৫, ০১:২৬ অপরাহ্ন

ফায়ার সার্ভিসের সক্ষমতা

ফায়ার সার্ভিসের সক্ষমতা

অপরিকল্পিত নগরায়ণ ও দুর্বল অবকাঠামোর কারণে রাজধানীসহ সারা দেশের বহু স্থাপনা মারাত্মক অগ্নিঝুঁকিতে রয়েছে।

এ প্রেক্ষাপটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সার্বিক সামর্থ্য বাড়ানো জরুরি। জানা যায়, ঝুঁকির তুলনায় দেশে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে জনবল ও সরঞ্জাম ঘাটতি রয়েছে। প্রতিষ্ঠার পর থেকে প্রতি দশকেই সংস্থাটির সক্ষমতা প্রায় দ্বিগুণ হারে বাড়লেও একই সঙ্গে দেশে পাল্লা দিয়ে বেড়েছে ইমারত ও জনসংখ্যা।

ফলে ঝুঁকির তুলনায় পিছিয়ে রয়েছে ফায়ার সার্ভিসের সক্ষমতা। সারা দেশের স্টেশনগুলোয় এখনো পর্যাপ্ত জনবল ও সরঞ্জাম দিতে পারেনি সংস্থাটি; প্রত্যাশিত বিশ্বমানের প্রশিক্ষণও পাননি অধিকাংশ কর্মী। বছরের পর বছর মৃত্যুঝুঁকি নিয়ে নিজস্ব কৌশল কাজে লাগিয়ে অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজ পরিচালনা করছেন এ সংস্থার সদস্যরা। এভাবে কাজ করতে গিয়ে অনেকের মৃত্যুও হয়েছে। এমন বাস্তবতায় সারা দেশের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana