শুক্রবার, ০৯ মে ২০২৫, ১২:৪৭ অপরাহ্ন
একুশে ডেস্ক:
ঢাকা জেলা আন্ত: কলেজ ক্রিকেট টুর্নামেন্টে টানা দ্বিতীয় বারের মত চ্যাম্পিয়ন হয়েছে সাভার ল্যাবরেটরী কলেজ।
ব্যাট করতে নেমে ল্যাবরেটরি কলেজ ৪ উইকেতে ১৩২ রান করে। জবাবে ৪ উইকেটে ১১২ রানে থামে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় কলেজে।
ঢাকা শিক্ষা বোর্ড আয়োজিত প্রতিযোগিতায় পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারী দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর মো.রেজাউল করিম।
ঢাকা জেলার পক্ষে বক্তব্য রাখেন ল্যাবরেটরি কলেজের সহকারী অধ্যাপক ও ক্রীড়া কমিটির আহ্বায়ক আব্দুর রহমান ফাহিম।
এছাড়াও এথলেটিক্সের বিভিন্ন ইভেন্টে ৩টিতে চেম্পিয়ন ও ৪ টিতে রানারআপের গৌরব অর্জন করেছে ল্যাবরেটরী কলেজ। সেরা এথলেটের পুরস্কার জিতেছে একই প্রতিষ্টানের জান্নাতুন নাহার জিন্না।
ল্যাবরেটরী কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম বিজয়িদের অভিনন্দন জানিয়ে বলেন, আগামী সপ্তাহে জোন পর্যায়ে ঢাকা জেলার প্রতিনিধিত্ব করবে তার প্রতিষ্ঠান।