শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৭:৩৩ অপরাহ্ন

বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের সাংগঠনিক পুনর্মিলনী ক্রেস্ট প্রদান ও আলোচনাসভা

বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের সাংগঠনিক পুনর্মিলনী ক্রেস্ট প্রদান ও আলোচনাসভা

আমিনুল হক সাদীঃ বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন (ইচওঅ)এর সাংগঠনিক পুনর্মিলনী,ক্রেস্ট প্রদান ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পোল্ট্রি খামার জাতীয় রক্ষা পরিষদের মহায়তায় মঙ্গলবার কিশোরগঞ্জ জেলা শহরের গৌরাঙ্গবাজারে অবস্থিত উজানভাটী পার্টি সেন্টারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন (ইচওঅ) এর সিনিয়র যুগ্ন মহাসচিব এ.কে ফজলুল হক। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন (ইচওঅ) সভাপতি শাহ হাবিবুল হক। বিশেষ অতিথি ছিলেন বিপিআইএর সিনিয়র সহসভাপতি খন্দকার মনির আহমেদ, মহাসচিব খন্দকার মোঃ মহসিন। বাংলাদেশ পোল্ট্রি খামার জাতীয় রক্ষা পরিষদের কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ সাদেকুর রহমান সাদেকের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, বিপিআইএর প্রচার সম্পাদক তোফাজ্জল হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক ইমরান হোসেন, ট্্েরজারার মিজানুল ইসলাম খান মাসুম, সদস্য মিসেস শাওন, মোঃ রফিকুল ইসলাম, মাহবুব আলম, ইসরাফিল, টাঙ্গাইল শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আওয়াল, খামারী শহিদুল ইসলাম মল্লিক, মোঃ মনসুর আলী, নুরুল আরেফিন লিংকন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দেশের পোল্ট্রি খাত লুটে খাচ্ছে করপোরেট প্রতিষ্ঠানগুলো। এই খাতে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো আধিপত্য বিস্তার করছে। ছোট খামারি ও ডিলাররা পোল্ট্রি শিল্পের বিকাশ ঘটালেও আজ তারা অসহায়। প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে জড়িত ৫০ লক্ষ প্রান্তিক উদ্যেক্তা জিম্মি হয়ে পড়েছে গুটি কয়েক ব্যাক্তির কাছে।
পরে বিপিআইএর যারা ভোটার তাদের প্রত্যেককে ক্রেস্ট প্রদান করেন অতিথিরা। এ সময় বিপিআইএর জেলা শাখার সদস্যগণ, জেলার বিভিন্ন উপজেলার কয়েক শতাধিক পোল্ট্রি খামারী উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana