শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৭:৩৫ অপরাহ্ন
মোঃ মাইন উদ্দিন, কুলিয়ারচর প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের ফরিদপুর মাজারে ওরশ ঘিরে লটারীর নামে জুয়ার আসর বসানোর অভিযোগ উঠেছে মাজার পরিচালনা ও উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক আজিজুল হক কাশেম এর বিরুদ্ধে।
তিন দিন ব্যাপী ওরশ মোবারকের প্রথম দিন- ১৯ মে শুক্রবার দিবাগত রাতে এমন অভিযোগ উঠার পর কমিটির সভাপতি আলহাজ্ব আলমগীর হোসেন ভূঁইয়ার নেতৃত্বে কমিটির তিন যুগ্ম সম্পাদক, সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও থানা পুলিশ মিলে জুয়ার আসর গুড়ি দেয়।
জুয়ার আসর গুড়িয়ে দেওয়ার সময় মাজার পরিচালনা ও উন্নয়ন কমিটির সভাপতি আলহাজ্ব আলমগীর হোসেন ভূঁইয়ার সাথে ছিলেন থানা পুলিশসহ কমিটির যুগ্ম সম্পাদক ও সাবেক ছাত্র নেতা আল-আমীন ভূঁইয়া টিংকু, যুগ্ম সম্পাদক ও ফরিদপুর আবদুল হামিদ ভূঞা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোঃ সাইফুল ইসলাম ভূঁইয়া, যুগ্ম সম্পাদক মোঃ জিল্লুর রহমান খান, আওয়ামীলীগ নেতা নুরুল্লাহ ভূঁইয়া সাগর, আওয়ামীলীগ নেতা মোঃ আবুল হায়ের মোল্লাহ, স্থানীয় ইউপি সদস্য তোফাজ্জল হোসেন ভূঁইয়া মানিক, আওয়ামীলীগ নেতা ইদ্রিস গাজী ও আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ-সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
অপদিকে গানের নামে মেয়েদের দিয়ে অনৈতিক নাচ-গানের আসর বসানোর অভিযোগও উঠছে। অভিযোগের পর উল্লেখিতরা গানের আসর বন্ধ করতে গিয়ে কে নাচ-গানের অনুমতি দিয়েছে জানতে চাইলে তারা- কমিটির সাধারণ সম্পাদক আজিজুল হক কাশেম এর কথা বলেন।
ঘটনা প্রসঙ্গে মাজার পরিচালনা ও উন্নয়ন কমিটির উল্লেখযোগ্য বেশ কয়েকজনের কাছে জানতে চাইলে তারা বলেন, অনাকাঙ্খিতভাবে ঘটে যাওয়া বিষয়টি নিয়ে আমরা লজ্জিত। তবে ভবিষ্যতে আর এমন হবেনা বলে জানান তারা। আলহাজ্ব আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, সংবাদ পেয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে এ বিষয়ে সকলকে শতর্ক করেছেন। কিন্তু এই রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটানায় এলাকার পরিস্থিতি কিছুটা উত্তপ্ত দেখা যাচ্ছিল।