রবিবার, ১১ মে ২০২৫, ০৪:৩৩ অপরাহ্ন
একুশে ডেস্ক :
মোখার মতোই বিএনপির আন্দোলনও পাশ কাটিয়ে চলে যাচ্ছে উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি হাঁটা শুরু করছে, হাঁটুক। তারা কিছুদিন আগে হেঁটেছেন এখন আবার সমাবেশ করবেন বলছেন, আবার পদযাত্রা কর্মসূচিও না কি দেবেন। তারা হাঁটাহাঁটি করলে ভালো।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য মোখার মতো রাজনৈতিক অঙ্গনে একটা ঝড় আসছে-এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, প্রাকৃতিক দুর্যোগ নিয়ে উপহাস করা রাজনীতিবিদের সাজে না। এ ধরনের দুর্যোগে জনগণের পাশে দাঁড়াতে হয়। আর এখন তো মোখা পাশ কাটিয়ে চলে গেছে।
তথ্যমন্ত্রী বলেন, সব কূটনীতিককে নিরাপত্তা দেওয়া হয়। কিন্তু দেশে জঙ্গি তৎপরতা বৃদ্ধি পাওয়ার পর কয়েকজন কূটনীতিককে বাড়তি নিরাপত্তা দেওয়া হয়েছিল। সেটি এখন যেহেতু প্রয়োজন নেই সে জন্য প্রত্যাহার করা হয়েছে। কিন্তু তাদের নিরাপত্তা অব্যাহত আছে।
তথ্যমন্ত্রী আরও বলেন, আমাদের সরকার অত্যন্ত সফলভাবে জঙ্গিদের দমন করতে সক্ষম হয়েছে। জঙ্গি দমনে সক্ষমতায় আমরা অনেক উন্নত দেশের চেয়েও বেশি সক্ষমতা দেখাতে পেরেছি। তিনি বলেন, বাংলাদেশ স্বাধীনতার পর থেকে এ রকম বাড়তি নিরাপত্তা কূটনীতিকদের দেওয়া হতো না।
ড. হাছান বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী এটাও সুস্পষ্ট করেছেন, কেউ যদি বাড়তি নিরাপত্তা সরকারের কাছে চায় এবং সে জন্য প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করে, তাদের সেটি দেওয়া যেতে পারে। আর এ ক্ষেত্রে কোনো দেশের সঙ্গে সম্পর্কের কোনো বিষয় নেই, এটি রুটিনওয়ার্ক।