নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জ সদর উপজেলায় জনসচেনতামূলক সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভূমিকা বিষয়ক জনসচেতনতামুলক দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। সোমবার সদর উপজেলার সম্প্রসারিত কমপ্লেক্সের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আলী সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তর সহকারী পরিচালক জেড এ শাহাদাৎ হোসেন। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলার যুব উন্নয়ন কমকর্তা এমকেএম আব্দুল কাদির ভুইয়া হিরু।
বক্তব্য রাখেন সদরের সহকারী যুব উন্নয়ন কমকর্তা সিদ্দিকুর রহমান, নুরুজ্জামান, কিশোরগঞ্জ যুব উন্নয়ন পরিষদের সভাপতি যুব সংগঠক আমিনুল হক সাদী, পুরস্কারপ্রাপ্ত জয়িতা খাদিজা আক্তার,শেখ সোমা, আসলাম সানী,শাহীন,রাজন প্রমুখ। কর্মশালায় উপস্থিত ছিলেন নিবন্ধনকৃত যুব সংগঠক, প্রশিক্ষণপ্রাপ্ত যুবক, সুশীল সমাজের প্রতিনিধি, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।